নিটোর পরিচালক ডা. আবুল কেনান’র সাথে ‘শিকড় ক্লাব’-এর সৌজন্য সাক্ষাৎ
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক এবং সেন্ট্রাল ডিএবি (DAB)-এর সিনিয়র সহ-সভাপতি, অধ্যাপক ডা. মো. আবুল কেনান-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন 'শিকড় ক্লাব'-এর পর্যবেক্ষক ও সদস্যবৃন্দ।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক এবং সেন্ট্রাল ডিএবি (DAB)-এর সিনিয়র সহ-সভাপতি, অধ্যাপক ডা. মো. আবুল কেনান-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন শিকড় ক্লাব-এর পর্যবেক্ষক ও সদস্যবৃন্দ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের হোসেনপুরে ডা.কেনান’র গ্রামের বাড়ীতে এ সাক্ষাত হয়। ডিএবি(DAB) এর সম্প্রতি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অধ্যাপক ডা. আবুল কেনান শিকড় ক্লাবের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও তিনি ভবিষ্যতে শিকড় ক্লাবের যে কোনো সামাজিক ও মানবিক কল্যাণমূলক কাজে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার প্রদান করেন।
চরম ব্যস্ততার মধ্যেও ক্লাবের সদস্যদের সাথে সময় দিয়ে কুশল বিনিময়ের জন্য শিকড় ক্লাব তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।