হোসেনপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপি, পৌর এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মুষলধারে বৃষ্টির কারণে স্থান পরিবর্তন করে সন্ধ্যা ৬টার পর হোসেনপুর আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই সভা সম্পন্ন হয়।
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপি, পৌর, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় হোসেনপুর হাসপাতাল মোড়ে সভাটি অনুষ্ঠিত হবার আয়োজন থাকলেও মুষলধারে বৃষ্টি পড়ায় সন্ধ্যার পর হোসেনপুর আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা সম্পন্ন করা হয়।
এতে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দলেদলে যোগদেন অসংখ্য নেতাকর্মী। বৈরি আবহাওয়ার তোয়াক্কা না করে সিদলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক পায়েল আহমেদ এর নেতৃত্বে বৃষ্টিতে ভিজেই গ্রামীণ লাঠি খেলার দলসহ বর্ণাঢ্যভাবে স্লোগানে স্লোগানে নির্বাচনী এ মতবিনিময় সভায় যোগদেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কারের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাদ্দাম হোসেন চান মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাসী বীর মুক্তিযোক্তা, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড শরিফুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সৌজন্যে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, এ.কে.এম তৌফিকুল হক। সার্বিক তত্বাবধানে ছিলেন,সিদলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পায়েল আহমেদ।