আব্দুস সালামকে দেখতে হাসপাতালে হোসেনপুরের নেতৃবৃন্দ
কিশোরগঞ্জের হোসেনপুর থেকে যুবদল ও তাঁতী দলের নেতৃবৃন্দ অসুস্থ বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে গেছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টায় তারা তার সাথে সাক্ষাৎ করেন।
কিশোরগঞ্জের হোসেনপুরের যুবদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালামকে দেখতে ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে গেছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সাথে ইবনে সিনা হাসপাতালে তারা দেখা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিদলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা আল মামুন, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান।
তারা সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, “নেতার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, তবে এখনও সকলের দোয়া ও ভালোবাসা প্রয়োজন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আগের মতো দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।”
এর আগে গত বৃহস্পতিবার চেয়ারপারসনের উপদেষ্টা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর থেকেই তার রোগমুক্তি কামনায় আলাদা আলাদা স্থানে বেশ কয়েকটি দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন এই নেতৃবৃন্দ।