কিশোরগঞ্জ
হোসেনপুরে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুরে 'হিলফুল ফুজুল যুব সংঘের' উদ্যোগে একটি বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকালে শাহেদল ডিএস দাখিল মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়।
কিশোরগঞ্জের হোসেনপুরে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার বিকালে শাহেদল ডিএস দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ইনওয়ান বাংলাদেশ লিমিটেড সহকারী ম্যানেজার জুনায়েদ আরিফ। বিশেষ অতিথি ছিলেন: সাহেদল ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংঘঠনের সকল সদস্য বৃন্দ।
শুরুতে এক আলোচনায় বক্তারা বলেন, “একটি গাছ লাগানো মানে একটি প্রাণ বাঁচানো। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়। আজ যদি আমরা গাছ লাগাই, ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। তাই সবাই আসুন, সবুজ পৃথিবী গড়ে তুলি।” অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম ফরহাদ।