কিশোরগঞ্জ
হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক দলের পরিচিতি সভা
কিশোরগঞ্জের হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়নের লাউতলী বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়নের লাউতলী বাজারে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
হোসেনপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আলামিন পাঠান। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।