কিশোরগঞ্জ
হোসেনপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে র্যালি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি র্যালি বের করেছেন। সম্মেলনকে সফল করার প্রত্যাশায় এই র্যালিটি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে অঙ্গ সংগঠনের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ আগস্ট) হোসেনপুর নতুন বাজার মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশনায় ও সিদলা ইউনিয়ন বিএনপির কারা নির্যাতিত নেতা আল মামুনের নেতৃত্বে সম্মেলনের সফলতা কামনা করে র্যালিতে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক শওকত আজিজ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে আলম এরশাদ,পৌর যুবদলের আহবায়ক শরীফ আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।