হোসেনপুরে বানর আতঙ্কে অতিষ্ঠ জনজীবন
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকায় গত ছয় মাসেরও বেশি সময় ধরে বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বানরের দল দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস, এমনকি বাসা-বাড়িতে ঢুকে জিনিসপত্র নষ্ট ও খাবার চুরি করছে। এই আতঙ্কে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
কিশোরগঞ্জের হোসেনপুরের পৌর এলাকায় বেশ কয়েকটি বানরের উপদ্রবে ছয় মাসের অধিক সময় ধরে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বানরের অত্যাচারে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। বানরগুলির আতঙ্কে দিনাতিপাত করছে ক্ষতিগ্রস্ত মুদি দোকান, চা-স্টলসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারাও বিব্রত।
উপজেলা সংলগ্ন মুদি দোকানী জালাল উদ্দিন জানান, প্রায় এক বছর আগে অজ্ঞাত স্থান থেকে দুটি বানর এসে অবস্থান নেয়, বর্তমানে তাদের সংখ্যা বেড়েছে। তিনি অভিযোগ করেন, বানরগুলো তার দোকানে ঢুকে খাবার নষ্ট করে। সম্প্রতি একটি বানর তাকে চড় মেরেছিল, যার কারণে তিনি তিন দিন হাসপাতালে ছিলেন।
হিংস্র প্রকৃতির বানরগুলি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এলাকাবাসীর বাগানের ফল, জমির ফসল ও রান্নাঘরে ঢুকে খাবার খেয়ে ফেলে। এছাড়াও তারা স্কুলগামী শিশু ও নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে পোশাক ছিঁড়ে ফেলাসহ কামড়ে আহত করছে।
গত কয়েক দিনে বানরের কামড়ে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের শিশু সন্তান ফারিন এবং কাঠ ব্যবসায়ী আবু হানিফ সহ অনেকেই গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগকে অবহিত করবেন বলে আশ্বাস প্রদান করেন।