হোসেনপুরের গ্রামের স্কুলে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাগুরুদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়েছে। একইসঙ্গে বরণ করে নিয়েছে নতুন প্রধান শিক্ষককে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে হোসেনপুরের সাহেবেরচর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল হেকিম’র স্মরণে বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন।
এসময় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মজিবুর রহমান, সহকারী শিক্ষক মহরউদ্দীন এবং সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার রিনাকে। পাশাপাশি বরণ করে নেওয়া হয় নবাগত প্রধান শিক্ষককে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদ মিয়া, আবু বাক্কার, আবুল বাশার, মোঃ কফিল মিয়া, নয়ন মিয়া, মোর্শেদ মিয়া, সপন আহমেদ, আল-মামুন, শাহিন মাস্টার, আশরাফুল ইসলাম, ইব্রাহীম মিয়া, মোখলেছুর রহমান এবং ভাটিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক ও বিপুল সংখ্যক মানুষ।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফখরুল আলম, সহকারী শিক্ষিকা পলি মোদক এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাহেবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ মাস্টার। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোঃ আজহারুল ইসলাম এবং মোঃ মাজহারুল ইসলাম।
বক্তারা শিক্ষক সমাজের অবদান ও স্মৃতিচারণা তুলে ধরেন এবং জমিদাতা মরহুম আব্দুল হেকিমসহ সকল শিক্ষানুরাগীদের জন্য দোয়া করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রাজন আকন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাজহারুল ইসলাম, আজহারুল ইসলাম, আবু নাঈম এবং তোফায়েল আহমেদ প্রদীপ।