হোসেনপুরে তাঁতীদলের বিক্ষোভ: জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে তাঁতীদলের বিক্ষোভ মিছিল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা তাঁতী দল।
রবিবার (২০ জুলাই) বিকেলে পৌর সদরের নতুন বাজার এলাকায় তাঁতীদলের কার্যালয় থেকে উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম-এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গোল চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তফা সারোয়ার সুমন, সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম এরশাদ, যুবদল নেতা জুনায়েদ আকন্দ, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আলমগির হোসেন, তাঁতীদল নেতা মামুন আকন্দসহ তাঁতীদলের উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী।
মিছিল শেষে তাঁতীদলের কার্যালয়ে সদস্য সচিব আশরাফুল ইসলাম বলেন, “কোনো দলের নেতারা যদি জিয়া পরিবারকে নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে এবং তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”