হোসেনপুরে ছাত্র শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে। "একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৪ জুলাই) এই কর্মসূচি পালন করা হয়।
একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে,
এমন স্লোগান বুকে ধারণ করে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়ন শাখা।
**শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টা থেকে** শাহেদল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে **বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি-২৫** পালন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি **আশিকুর রহমান**। আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির হোসেনপুর উপজেলা দক্ষিণের সাবেক সেক্রেটারি **জাহিদুল ইসলাম ফরহাদ** ও শাহেদল ইউনিয়নের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
জানা যায়, এর আগেও বিভিন্ন সময় উপজেলা শাখা ও গোবিন্দপুরসহ বিভিন্ন ইউনিয়ন শাখার উদ্যোগে এমন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় উপজেলা শাখার সভাপতি **আশিকুর রহমান** বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।”