গোপালগঞ্জ
গোপালগঞ্জে সংঘর্ষে নিহত অন্তত ৪
সদর হাসপাতালে ৪ জনের মৃতদেহ আসার তথ্য নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক
গোপালগঞ্জে চলমান সংঘর্ষের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহগুলোতে আঘাতের চিহ্ন রয়েছে।
ডা. জীবিতেশ বিশ্বাস জানিয়েছেন, “এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।” সংঘর্ষের ঘটনায় আহত অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, আজ (বুধবার, ১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের গাড়িবহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এই ঘটনার পর গোপালগঞ্জ শহরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এবং পরে স্থানীয় প্রশাসন রাত ৮টা থেকে কারফিউ জারি করে।