রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি
এনসিপির গাড়িবহরে হামলা, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন; রণক্ষেত্রে পরিণত শহর
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। এই হামলার ঘটনায় গোপালগঞ্জ শহর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বুধবার (১৬ জুলাই) এই ঘটনা ঘটে।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের গাড়িবহর যখন ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে, তখন তাদের ওপর ইট-পাটকেল হামলা শুরু হয়। এতে ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন। শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি, হামলাকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যানচলাচলও কার্যত বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে।