পূনম শাহরিয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের বাসভবনে বৃহস্পতিবার ভোর চারটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এদিকে ঘটনাস্থলে আরো একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় থাকায় ঐ ভবনটিতে আতঙ্কে বিরাজ করছে। বাসভবনের তিন তলায় দুটি ও ভবনের মেইন গেইটে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এসময় ধোয়ায় অন্ধকার হয়ে পড়ে ওই তিন তলা ভবনের ভেতর।
ভবনে নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম জানান, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে এসে ফ্লাইওভারের উপর দাড়িয়ে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দ হয় এবং ধোয়ায় অন্ধকার হয়ে যায়। ভেঙ্গে যায় ভবনের গ্লাস। প্রথমে মেইন গেইটে দুটি ককটেল ও ভবনের তিন তলায় একটি পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সিকদার বলেন , ভোরে দুর্বৃত্তরা ভবনের তিনতলায় ককটেল নিক্ষেপ করে ককটেল বিস্ফোরণ ঘটায় । এতে ভবনের কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়। এলাকায় এ ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন পুলিশকে জানালেও দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন বিষয়টি জেনে আমরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছি। তদন্ত চলছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।