সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহতের ঘটনা ঘটেছে
শুক্রবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের হবুয়ার চালা নামক এলাকায় সি এন জি গাজীপুর (থ ১১-৬৪৯২) ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির আনোয়ার হোসেন(২৫)নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে ও আরও অপর তিন যাত্রী আহত হয়েছে। নিহত ঐ যাত্রী কুমিল্লার লাঙ্গল কোট থানার ভোলাকোট গ্রামের মোহাম্মদ ছাইদুল হকের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় মাওনা থেকে আসা সি এন জি টি কালিয়াকৈরের উদ্দেশ্য রওয়ানা হলে উল্লেখিত নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সি এন জি টি দুমড়ে মুচড়ে পাশের নিচু জায়গায় গিয়ে পরে যায়। এতে ঐ সি এন জি’র যাত্রী আনোয়ার হোসেন নিহত হয়। ঘাতক ট্রাক টি পালিয়ে যেতে সক্ষম হয়।এ প্রতিবেদন লেখা পযর্ন্ত ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি