গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় বুধবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে হটাৎ করেই চলন্ত তুলা বাহী ট্রাকে আগুনের সূত্রপাত , পুড়ে গেছে অধিকাংশ তুলা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তুলা ভর্তি ট্রাকটি গাজীপুর থেকে চন্দ্রা দিকে যাচ্ছিল। এসমন সমসময় কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌছালে চলন্ত ট্রাকে অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এ সময় গাড়ির লুকিং গ্লাশে আগুন দেখে ট্রাকের ড্রাইভার রাসেল মিয়া ট্রাকটি বন্ধ করে দ্রুত সরে গিয়ে পাবলিকের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দিলে। খবর পেয়ে সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বিড়ির আগুন থেকে হতে পারে।রাস্তার পথচারীরা হয়তো বিড়ি খেয়ে আগুনটা গাড়িতে ফিকে দিতে পারে।
ততক্ষণে ট্রাকে থাকা অধিকাংশ তুলা পুড়ে যায়। তবে তাতক্ষনিক ভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি