গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও কোনাবাড়ী বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকার শিল্প কারখানা ও সিএনজি ফিলিং ষ্টেশনগুলোতে হঠাৎ করেই গ্যাস সংকট দেখা দেয়ায় কারখানার মালিক ও সিএনজি ফিলিংস মালিকরা প্রতিষ্ঠান বন্ধের আতঙ্কে দিনপার করছে। এদিকে তিতাস গ্যাসের সংকট বা গ্যাসের চাপ
কম থাকায় কারখানার উৎপাদন ক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন কারখানার কর্তৃপক্ষরা।
বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত রেললাইন এলাকার এপেক্স উইভিং এন্ড ফিনিসিং হরিনহাটি এলাকার স্টার লিং,সফিপুর এলাকার মাহমুদ ডেনিমস
লিমিটেড,একই মালিকের করতোয়া স্পিনিং মিলস লিমিটেড, ডংবাইং, সানজি, যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা স্পিনিং ডিবিশন
কারখানা,মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল,ময়জুদ্দিন স্পিনিং, এপেক্স ফুটওয়ার লিমিটেড অর্ধশতাধিক কারখানার মালিকরা চাহিদা মতো তিতাস গ্যাস না পাওয়ায় ও প্রেসার না পেয়ে তাদের উৎপাদন ব্যাপক পরিমানে ব্যাহত হচ্ছে। এদিকে
জয়দেবপুর থেকে টাঙ্গাইলের যমুনা সেতু পর্যন্ত এ ছাড়াও ঢাকা সাভারের ইপিজেড এলাকায় তিতাস গ্যাসের চাপ কম রয়েছে । গাজীপুরে বিভিন্ন এলাকার কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিনই কারখানায় সকাল ১০টা বাজলেই গ্যাসের চাপ কমতে শুরু করে যার ফলে একই ভাবে সন্ধ্যা
সাতটা পর্যন্ত ধীরগতিতে চলতে থাকে। গ্যাসের চাপ কমে যাওয়ার সাথে সাথেই কারখানার বিদুৎ উৎপাদনকারী গ্যাস জেনারেটর বন্ধ হয়ে যায় । ফলে কারখানার বেশির ভাগ মেশিন বন্ধ রেখে অল্প সংখ্যক মেশিন চালাতে হচ্ছে। এতে করে
কারখানা উৎপাদন ব্যাহত হওয়ায় সঠিক সময়ে মাল সরবরাহ করা দুস্কর হয়ে পরছে।। এই বিষয়ে কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকার প্রতিষ্ঠিত মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,
গ্যাসের চাপ কম থাকায় কারখানার উৎপাদন কমে যাচ্ছে। গ্যাস সংকটের কারণে জেনারেটর লোড নিতে না পারায় সময় মতো মাল উৎপাদন করতে পারছে না।
রহিম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ আহসান আলী সরদার জানান, প্রতিদিনই গ্যাসের চাপ কম থাকে এবং ধীরে ধীরে প্রকট আকার ধারণ করে। গা্যাসে চাপ কম থাকায় উৎপাদন কম হচ্ছে। যার ফলে দেখা গেছে সময় মতো মালামাল সরবরাহ করতে
পারছি না।
তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশনের চন্দ্রা জোনাল অফিসের
উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মামুনুর রহমান বলেন, গ্যাসের সাপ্লাই কম থাকায় কারখানাগুলোতে গ্যাস সমস্যা হচ্ছে। তবে সরকার এই বিষয়ে অতি শিগ্রই এর সমস্যা সমধানে ব্যবস্থা গ্রহণ করবেন