গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকা থেকে এক কেজি গাঁজাসহ শাওন হোসেন(২২) ও ইশা হোসেন(২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা বড়ভিটা এলাকার আব্দুল জলিলের দুই ছেলে।
কালিয়াকৈর থানার(এসআই)মাহবুব আলম জানান, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থেকে গাঁজা বিক্রি করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।