গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালা কৌচাখুরি মৌজা এলাকায় কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন মৌচাক বিটে সরকারি বনের জায়গা অবৈধ দখলদার উচ্ছেদ করে বনের জায়গায় নানা প্রজাতির ফলজ ও বনজ ও বিলুপ্ত প্রজাতির ঔষধি গাছের চারা রোপণ করেছেন মৌচাক বন বিটের কর্মকর্তা-কর্মচারীগণ।
শনিবার(১১ সেপ্টেম্বর) সকালে মৌচাক বিট কর্মকর্তা মানিক মিয়ার নেতৃত্বে উপজেলার রাখালিয়া চালা কৌচাখুরি মৌজায় এলাকায় বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে বনের জায়গা অবৈধভাবে দখলকৃত জমি দখলদারদের কাছ প্রায় ১২৭ শতাংশ সরকারী বনের জমি দখলমুক্ত করে প্রায় চার একর জমিতে গাছের চারা রোপণ করা হয়। এসময় উদ্ধারকৃত জমিতে বনজ, ফলজ্ব, ও বিলুপ্ত প্রজাতির ঔষধি গাছের চারা রুপন করা হয়।উদ্ধারকৃত বনের জমিতে গাছ রোপন করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ সময় বন বিভাগের বিট কর্মকর্তা মানিক মিয়া জানান বনের জায়গায় স্থাপনা ও জায়গা দখলদারদের উচ্ছেদ করে গাছের চারা রোপণ কর্যক্রমের অভিযান অব্যহত থাকবে।