“ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে “এই স্লোগানকে ধারণ করে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে ক্যান্সার, কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজিড,জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক ও গাছের চারা এবং ভিক্ষুক পূর্ণ বাসনে দোকান ও অটোরিকশা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার( ৯ই সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আকম মোজাম্মেল হক এমপি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, সাইফুজ্জামান সেতু,মোশাররফ হোসেন শিকদার, মেয়র পদপ্রার্থী হারুন অর-রশীদ সিকদার
এসময় ৩১ জন রোগীর মাঝে চেক বিতরণ করার কথা থাকলেও ৭ জন রোগীর মৃত্যু হাওয়ায় ২৪ জনের মাঝে পঞ্চাশ হাজার টাকা করে মোট বারো লক্ষ টাকা বিতরণ করা হয়।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আকম মোজাম্মেল হক এমপির নিদর্শনায় ভিক্ষামুক্ত উপজেলা গড়তে উপজেলা সমাজসেবা কার্যকর সহযোগিতায় জন ভিক্ষুকদের পূর্ণ বাসনে ঢালজোরা ইউনিয়নের মোট ২৮ টি পরিবারের মাঝে ৮ টি দোকান ও ৭টি অটোরিকশা এবং ১৩ টি পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। পর্যায় ক্রমে উপজেলার সকল ইউনিয়নে কার্যক্রম অব্যহত থাকবে।