গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি জমিদার বাড়িতে শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টির ঘটনায় আলোচনা সভা পন্ড হয়েছে বলে জানা গেছে।
একাধিক সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন বিএনপির সদস্য শাহ আলম সরকার ও রাজ্জাক সরকার বক্তব্য নিয়ে হট্টগোল শুরু করলে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। পরে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সমর্থিত কালিয়াকৈর উপজেলার সাবেক সংসদ সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র ব্যারিষ্টার ইসরাক আহম্মেদ সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সহ বিএনপির সকল নেতাকর্মী বৃন্দ প্রমুখ।