স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের ৪৬ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাত মাহফিল গণ ভোজের আযোজন করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লিবিদুৎ মন্ডলপাড়া কবরস্থান মাঠ এলাকায় সোমবার (৩০শে আগষ্ট) বিকালে এই আয়োজন করা হয়। ৭নং ওয়ার্ড আ’লীগের সহ সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে ও আওয়ামী মৎস্যলীগের গাজীপুর জেলা শাখার আহবায়ক সদস্য ডাঃ নাসির উদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা এস এম মোশারফ হোসেন,শেখ ইয়াকুব আলী, বিপ্লব হোসেন সহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের আলীগের নেতাকর্মী বৃন্দ।