গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় হাসানুজ্জামান হাসান(২৮) নামের কথিত ভূয়া সাংবাদিক কে আটক করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।
আটককৃত ব্যক্তি নোয়াখালীর বেগমগঞ্জের ওয়ারী আমপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে। সে গাজীপুর চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় কথিত সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলো।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানাযায় সোমবার (৩০ শে আগষ্ট) সকালে উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে ও তিতাস গ্যাসের নাম ভাঙ্গিয়ে একাদিক বাসায় গ্যাসের অবৈধ সংযোগ আছে এমন সংবাদের ভিত্তিতে বাসার মালিকদের কাছে চাঁদা দাবী করে। পরে স্থানীয় জনগনের সন্ধেহ হলে কে খবর দিলে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌছে নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ভ্রাম্মমান আদালত অভিযান চালিয়ে ভূয়া সাংবাদিককে আটকে ১০০০ টাকা অর্থদন্ড অন্যথায় ১ মাসের জেল প্রদান করে এবং মূচলেখা দিয়ে ছেরে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম সহ প্রসাশনিক কর্মকর্তা বৃন্দ।
ঘটনার বিষয়ে মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।