গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ই পাড়া জুম্বাঘর নামক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে গত ১৬ ই আগষ্ট বিকালে অজ্ঞাত (৩০ ) মানসিক ভারসাম্যহীন এক নারীকে আহত অবস্থায় উদ্ধার করেছে সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার পুলিশ। এদিকে ১২ দিন পেরিয়ে গেলেও আহত ঐ নারীর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্র জানায় ১৬ই আগষ্ট বিকালে ঢাকা মেট্রো ল-৪৭-৬০৭৬ একটি মটর সাইকেল দ্রুত বেপরোয়া গতিতে যাওয়ার পথে মানসিক ভারসাম্য হীন ঐ নারীকে ধাক্কা দিলে মারাত্মক ভাবে আহত হয় ঐ নারী পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনা স্থল থেকে সালনা হাইওয়ে থানার পুলিশ অজ্ঞাত নারীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায় এদিকে আহত ঐ নারী কথা বলতে পারেনা কানেও শুনেনা। সালনা হাইওয়ে থানার পুলিশের সহায়তায় ঐ নারী ৭ দিন চিকিৎসা শেষে গাজীপুর আদালতের আদেশ ক্রমে গাজীপুর মহানগর ভোগরা বাইপাস এলাকায় নারী ও শিশু হেফাজত কেন্দ্রে রাখা হয়েছে। বর্তমানে ঐ নারী কিছুটা সুস্থ আছেন।
এ ঘটনায় সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার পুলিশ উপ পরিদর্শক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আহত ঐ নারীকে চিকিৎসা শেষে নারী ও শিশু হেফাজত কেন্দ্রে রাখা হয়েছে। যদি কেও ঐ নারীর পরিচয় সনাক্ত করতে পারেন তাহলে নিম্ন ফোন নাম্বার যোগাযোগ করার আহবান জানান ০১৭২০০০৯১০৫