গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটি মঙ্গলবার (১৫ মার্চ) রাতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন ও সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ হোসেনকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
চিঠিতে আগামী এক মাসের মধ্যে ৮১টি ওয়ার্ড ও ৯টি ইউনিয়নের কমিটির সম্মেলন সম্পন্ন করে উপজেলা বিএনপির সম্মেলন শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ জানান, ‘গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি উপজেলায় মঙ্গলবার রাতে ৪৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি দিয়েছেন। তার চিঠি হাতে পেয়েছি। সকল নেতাকর্মীদের সাথে নিয়ে শিঘ্রই ওয়ার্ড ও ইউনিয়ন পযার্য় দল পূর্ণগঠন ও কমিটি গঠনের কাজে হাত দেবো।’