গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে ৮০ পিচ ইয়াবাসহ মইনুল হক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত হলো- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সূত্রাপুর এলাকার মৃত- মজিবুর রহমানের ছেলে মইনুৃল হক।
পুলিশ জানায়, উপজেলার সয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে রাস্তার উপরে দাঁড়িয়ে মাদক দ্রব্য বিক্রয় করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার একটি দল পুলিশ ওই স্থানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। পরে তাঁর দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ঘটনায় কালিয়াকৈর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার (এসআই) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইনুলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।