ফরিদপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুলাই) ফরিদপুর-বরিশাল মহসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ও একই জেলার তালমা নামক স্থানে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের কালীবাড়ি মানিকদহ গ্রামের আছমত আলীর স্ত্রী নারগিস খাতুন (৩৫) এবং মাদারীপুরের শিবচর উপজেলার হাজীপুর গ্রামের আশরাফ মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২০)। নিহত দুজনের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা এবং অন্যজন কলেজছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোজিনা পরিবহনের বাসের চাপায় অটোরিকশায় থাকা ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নারগিস খাতুন ঘটনাস্থলেই নিহত হন। তিনি নিজ বাড়ি থেকে তার কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মানোয়ার হোসেন নিশ্চিত করেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরেক যাত্রী রত্না ইসলাম (২২) গুরুতর আহত হন।
অন্যদিকে, একই সড়কের নগরকান্দার তালমা নামক স্থানে একটি বাসচাপায় ভাঙ্গা থেকে ফরিদপুরগামী মাহেন্দ্রের যাত্রী জাহিদ মোল্লা (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
নিহতের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান, খবর পেয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।