ফরিদপুরে সদরের নিজ বাসার শয়নকক্ষে গলাকাটা অবস্থায় পড়েছিল ময়না বেগম (৬৬) নামক এক বৃদ্ধার লাশ। ফরিদপুর শহরতলীর মাচ্চর ইউনিয়নের শিবরামপুরে বসবাস করতেন ওই বৃদ্ধা। তাঁর স্বামীর নাম মৃত গেন্দু মল্লিক।
তাঁর ছেলে কোরবান মল্লিক জানান, সোমবার দুপুর দুইটায় তাঁর মা ময়না বেগম বিছানায় শুয়ে ছিলেন। ওইদিন সন্ধ্যা একটু আগে তিনি তার মাকে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে তার স্ত্রী কণা বেগমসহ আশেপাশের লোকজন ছুটে আসে। গলা কাটা অবস্থায় ময়না বেগমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়না বেগমের লাশ বর্তমান ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়না বেগমের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসানুজ্জামান ময়না বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি হাসান।