রাজধানীতে ছেলের সঙ্গে অভিমান করে লতিফা হেলেন (৩০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় অসচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লতিফার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানা থানা এলাকায়। তিনি রাজধানীর লালবাগ শহিদনগর এলাকায় ১৬ বছরের ছেলেকে নিয়ে থাকতেন।
নিহতের ভাই ইমন জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছেলেকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন লতিফা। কিন্তু তিন মাসের ভাড়া জমে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। অন্যদিকে বিভিন্ন মানুষের সঙ্গে ছেলের চলাফেরা করা নিয়ে তাদের মধ্যে কাটাকাটি হয়। পরে ছেলেকে বাসা থেকে বের করে দিয়ে অভিমানে ঘরের দরজা বন্ধ করে দেন লতিফা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখি সে ঝুলছে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।