রাজধানীর বিমানবন্দর সড়কের ঢাকামুখি পথে বিআরটি প্রকল্পের ৪৩০ ফিট রাস্তার কার্পেটিংসহ সড়ক সংস্কারের কাজ চলছে। এ কারণে ধীর গতিতে চলছে যানবাহন। কিন্তু শনিবার (২৬ নভেম্বর) থেকে রোববার (২৭ নভেম্বর) পর্যন্ত এই সড়কে তীব্র যানজট ও ভোগান্তি হতে পারে বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। তাই আগামী দু’দিন বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শও দিচ্ছে তারা।
রাজধানীর অন্যতম প্রবেশপথ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজের কারনে দীর্ঘদিন ধরেই এই সড়কে চলছে ভোগান্তি। সড়কজুড়ে ছিলো বড়ো বড়ো গর্ত। সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় বিমানবন্দর এলাকায় সড়কের একপাশে কাজ চলছে। তাই গাড়ি চলছে ধীর গতিতে।
সরেজমিন, শুক্রবার সড়কটিতে যানবাহনের চাপ ছিলো কম। তাই তেমন ভোগান্তি ছিলো না। কিন্তু উত্তরা এলাকা থেকে যারা নিয়মিত ঢাকায় যাতায়াত করেন তাদের জন্য আগামী দুই দিন হবে ভোগান্তির। রোববার ভোর পর্যন্ত এই পথের ৪৩০ মিটার পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজ চলবে। এতে বাড়বে যানজটের ভোগান্তি।
এদিকে পথচারীরা জানান, বিআরটি কর্তৃপক্ষ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিলেও অনেকেই এই খবরটি জানেন না। আবার এই পথে সহজ কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়েই নামতে হয় সড়কে।
ট্র্যাফিক ইন্সপেক্টর খলিল বলেন, বিআরটি প্রকল্পের কাজের জন্য এমনিতেই গাড়ি চলছে সিঙ্গেল লেনে। লোকবল বাড়িয়েও সংকুচিত এমন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে বেগ পেতে হচ্ছে ট্র্যাফিক বিভাগকে।
তবে বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।