রাজধানীর ডেমরা এলাকায় ১৯ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে।
রোববার (১৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ডেমরার কোনাপাড়া এলাকার কাশবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী তরুণীর বড় ভাই।
তিনি জানান, ১৫ দিন আগে তার বোন কদমতলীতে তার বড় ভাইয়ের বাসায় বেড়াতে যান। সেখান থেকে রোববার বিকেলে তিনি ডেমরা থানাধীন কোনাপাড়া মেলায় যান।
মেলায় গিয়ে কথিত চাচাতো ভগ্নীপতি সেলিম (৪৫) ও তার বন্ধু আলমের সাথে ওই তরুণীর দেখা হয়। পরে তারা তাকে মেলায় বিভিন্ন ধরনের নাস্তা খাওয়ান।
ভুক্তভোগীর দাবি, তাকে কোকাকোলার সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে সিএনজি অটোরিকশায় করে কোনাপাড়া কাশবনে নিয়ে যান তারা। এরপর তাকে দলবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে ডেমরা থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানিয়েছেন, সোমবার দুপুরে তাদের কাছে ভুক্তভোগী তরুণীকে পাঠানো হয়। মঙ্গলবার তার ফরেনসিক পরীক্ষা করানো হবে।
প্রাথমিকভাবে ওই তরুণী অভিযোগ করেছেন, তার পূর্বপরিচিত সেলিম ও আলম তাকে অচেতন করে চারজন মিলে ধর্ষণ করেছেন। তবে এ ঘটনায় এখনও মামলা করা হয়নি বলে জানান তিনি।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানিয়েছেন, দলবদ্ধ ধর্ষণের শিকার ওই নারীকে ঢামেক হাসপাতালে ওসিসিতে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে তিনি বলেন, ভুক্তভোগীর ভাই আসলে থানায় মামলা নেয়া হবে।