কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থীর।
শনিবার (১ অক্টোবর) দুপুর দুইটার দিকে দক্ষিণখান কসাইবাড়ি রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত শিক্ষার্থী রাফিন (১৯) দক্ষিণখান গাড়ির বাজার এলাকার প্রবাসী সোহেল আহমেদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, দুপুর দুইটার দিকে কসাইবাড়ি রেলগেট এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাফিন। এসময় তার পেছন থেকে কমলাপুরগামী একটি ট্রেন এলে কানে হেডফোন থাকায় তিনি শব্দ শুনতে পাননি। এসময় আশপাশের লোকজন ডাকাডাকি করলেও তিনি খেয়াল করেননি। ফলে ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত রাফিনের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহটি বিনা ময়নাতদন্তে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই রেল-পুলিশের কর্মকর্তা।