রাজধানীতে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পথচারীর নাম মো. আসলাম হাওলাদার (৪০)। তিনি সাদ্দাম মার্কেট এলাকায় ইমপিরিয়াল আইডিয়াল স্কুলের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পার হওয়ার সময় তিনি এই দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া একটার দিকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালকসহ অটোরিকশাটি আটক করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, নিকট আত্মীয় না পাওয়ায় তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। আমরা স্বজনদের সংবাদ দেয়ার চেষ্টা করছি।