গাজীপুরের টঙ্গীতে হেরোইন, ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তার হেফাজত থেকে ৯৩৫ পুরিয়া (৮০ গ্রাম) হেরোইন, একটি ওয়ান শুটারগান, ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে পারুলী বেগম (৪০) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৭ আগস্ট) মাদক কারবারি পারুলীর বিরুদ্ধে মামলা রুজু করে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি পারুলীকে ৯৩৫ পুরিয়া (৮০ গ্রাম) হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়ার তথ্যমতে টঙ্গীর এরশাদ নগরে তার নিজ বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাসার ওয়ারড্রবের কাপড়ের ভাজ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পারুলী নগরের টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদ নগর ১নং ব্লকের মানিক মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মাদকের বড় চালান কেনাবেচা করে আসছেন বলে পুলিশ জানিয়েছে।