রাজধানীর আজিমপুর (দক্ষিণ) কলোনির বাসা থেকে কাবেরী রানী সরকার (৩২) নামে সেবিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক অজয় কৃষ্ণ বলেন, ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় আজিমপুর দক্ষিণ কলোনির ৩০ নং ভবনের নিচতলার একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, কাবেরীর মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন তার ছোট ভাই রাজিব কুমার সরকার। তিনি অভিযোগ করে বলেন, এক বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে রুপম চৌধুরি নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার বোনের। আগের স্বামী রিপন হাওলাদারকে ডিভোর্স দিয়ে নয় মাস পূর্বে বিয়েও করেন তারা।
রাজিব অভিযোগ করে বলেন, গতরাতে তার বোনের স্বামী রুপম বাসায় এসেছিলেন। রাতে বোনকে হত্যা করে গহনা ও নগদ অর্থ নিয়ে রুপম পালিয়ে গিয়েছে বলে তিনি ধারণা করেছেন।
রাজিব কুমার সরকার আরও বলেন, প্রতারণা করে এ যাবৎ ৭০ থেকে ৮০ লক্ষ টাকা তার বোনের কাছ থেকে নিয়েছেন রুপম চৌধুরী। শুধু তাই নয়, কাবেরীর কেরানীগঞ্জে থাকা ফ্ল্যাট বিক্রি করেও ৩৫ লক্ষ টাকা দিয়েছেন তিনি রুপমকে।
জানা গেছে, কাবেরী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার স্বপন চন্দ্র সরকারের মেয়ে। দুই ভাই ও এক বোনের মধ্যে কাবেরী ছিল দ্বিতীয়। কাবেরীর আগের সংসারে এক ছেলে (১১) ও এক মেয়ে (৬) রয়েছে। আর রুপম চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। তিনি মাঝেমধ্যে ঢাকায় স্ত্রীর কাছে এসে থাকতেন।
পুলিশ কর্মকর্তা অজয় কৃষ্ণ জানিয়েছেন, কাবেরীর বাসার বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গলায় ফাঁস লাগিয়ে বা অন্য কোনো উপায়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।