রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা
ফার্মগেটে স্টার হোটেলের সামনে দুর্বৃত্তদের তান্ডব; আরও একজন গুলিবিদ্ধ
রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। আজ বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে ফার্মগেটের বিখ্যাত স্টার হোটেলের পাশের গলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মুছাব্বিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এসময় আনোয়ার হোসেন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ফার্মগেটের স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং অন্যজন চিকিৎসাধীন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং ঘাতকদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।”
মুছাব্বির হত্যার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। রাতেই বিআরবি হাসপাতালের সামনে ভিড় করেন বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
হত্যাকাণ্ডের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ফার্মগেট ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। এটি পূর্বপরিকল্পিত কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।