কারিগরি ত্রুটির কারণে মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ
ফার্মগেটের দুর্ঘটনা কবলিত এলাকায় আবারও ঝাঁকুনি, যাত্রীদের চরম দুর্ভোগ
কারিগরি ত্রুটির কারণে রাজধানীর কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার রাত ৯টা ১০ মিনিটে এই পরিষেবা বন্ধের ঘটনা ঘটে। মেট্রো রেলের উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি এই তথ্য নিশ্চিত করেছেন।
ঝাঁকুনির কারণ ও পরিষেবা বন্ধ
মেট্রো পরিচালনার কর্মীরা জানান, সম্প্রতি বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, রাত ৯টা ১০ মিনিটে সেখানে আবার একটা ঝাঁকুনি হয়। এই কারিগরি ত্রুটির কারণেই বিজয় সরণি-ফার্মগেট সেকশনে মেট্রো চলাচল স্থগিত রাখা হয়েছে।
তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে। রাত ১০টা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ থাকায় আজ আগারগাঁও-শাহবাগ অংশে আর মেট্রো চালুর সম্ভাবনা নেই।
যাত্রীদের দুর্ভোগ
মেট্রো স্টেশন থেকে ফিরে যাওয়া যাত্রীরা এই আকস্মিক পরিষেবা বন্ধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন। রাতে বৃষ্টির কারণে বাসে প্রচুর ভিড় থাকায় তাদের এই দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়।