রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, গুলশান লেকের পাশে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িগুলোর বস্তিতে প্রবেশে অসুবিধা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়-ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।