ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি যুদ্ধাপরাধী আব্দুল আহাদের (৮২) মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।
আহাদের বাড়ি নারায়ণগঞ্জে। কারা সূত্রে জানা গেছে, তাকে অসুস্থ অবস্থায় সোমবার দুপুর ১ টা ৫০ মিনিটে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’