ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর চলমান বর্বর ইসরায়েলি হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে রাজধানী ঢাকার নর্থ সাউথ রোডে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর মানববন্ধন। জুমার নামাজের পর হোটেল আল রাজ্জাকের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন, সেক্রেটারি জেনারেল শায়েখ ড. মো. শহীদুল্লাহ খান মাদানী, সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ রইস উদ্দিন, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শায়খ হারুন হুসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জমঈয়তের সভাপতি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর সাধারণ সম্পাদক শায়খ ইহসানুল্লাহ শুব্বান এবং মহানগর সভাপতি আব্দুল্লাহ ফারুক।
বক্তারা বলেন, “ইসরায়েলি বাহিনীর এই নির্মম গণহত্যা ও আগ্রাসন বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করেছে। আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের ভাই-বোনদের প্রতি সংহতি জানাই এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র’, ‘গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’ সহ বিভিন্ন স্লোগান দেন।