ইউপিডিএফ সমর্থিত যুবকমিটি কর্তৃক গত ২৬ আগষ্ট ২০২১ রাত ৮ টার সময় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদের নিজস্ব বাগানের সৃজিত বনজ ও ফলজ বাগান কেটে ক্ষতি সাধন করায় পানছড়িতে মানববন্ধন করেছে পানছড়ি এলাকার সর্বস্তরের জনগণ। নিজ নামীয় রেকর্ডভুক্ত জাগায় শনটিলা এলাকার আলীচান কার্বারী পাড়ায় ৮ একর জমিতে লাগানো ফলজ বাগান কেটে ধ্বংস করায় সর্বস্তরের এলাকার জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর পুর্বে একই ভাবে ২৮ মে ২০২১ তারিখেও তার বাগান কেটে ধ্বংস করা হয়।এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত মানববন্ধনে এলাকার যুব নেতা মনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃনাছির, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন সহ অনেকে। এতে বক্তারা বলেনঃ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। পানছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনসারুল করিম বলেনঃ বাগানের মালিক মোঃআবাদ মিয়ে এই বিষয়ে থানায় এসে মামলা দায়ের করেন। অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে।
Subscribe
Login
0 Comments
Oldest