জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পানছড়ি উপজেলাধীন অস্বচ্ছল ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়
করোনার মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের সেবা করে যাচ্ছেন আনসার ভিডিপির সদস্যরা। এ বাহিনীর সদস্যরা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রত্যন্ত অঞ্চল জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি বিধিনিষেধ মেনে চলতে মাইকিং করে সচেতন করে আসছেন।
হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বাড়িতে লাল পতাকা টাঙানোসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। শুধু তাই নয়, অনেক দুস্থ পরিবারের মাঝেও ত্রাণ পৌঁছে দিয়েছেন ।
বুধবার ২৫ আগষ্ট পানছড়ি উপজেলায় ৬০ দু:স্থ ও অসহায় আনসার ভিডিপি সদস্যদের মাজে ত্রাণ বিতরণ করা হয়। আনসার ভিডিপির মহা পরিচালকের দেয়া ত্রাণ সামগ্রী মধ্যে চাল, আলু, পিঁয়াজ, ডাল,তেল, সাবান। বিতরণ করেন জনাব, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার।
এ বিষয়ে পানছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা
জনাব মোঃ সাব্বির হোসেন বলেন, প্রতিনিয়ত এখানে বাড়ছে করোনা রোগীর সংখ্যা এবং কোভিড-১৯ রোগে মারাও গেছে অনেক। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সারারণ আনসার ভিডিপি সদস্যরা অত্যান্ত সাহসের সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, দেশে যে কোনো প্রয়োজনে আমরা তথা আনসার ভিডিপির সদস্যরা মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা, ইউনিয়ন দলনেতাগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।