চট্টগ্রাম

সাংবাদিকদের কাছে আমার কাজের যৌক্তিক সমালোচনা আশা করি: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। গত ১৬ বছর আওয়ামী লীগ গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য আইসিটি অ্যাক্ট প্রণয়ন করেছে।
মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাংবাদিকদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে দিতো।
তিনি বলেন, বিগত সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে লুটপাটের আখড়ায় পরিণত করেছে। আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা আমার ভুল ক্রুটি হলে তার যৌক্তিক সমালোচনা করবেন।
আমি মনে করব, যারা আমার ভালো চান, তারা আমার নেগেটিভ বিষয়গুলো তুলে ধরবেন। তাহলে আমার কাজের গতি বাড়বে। 
বুধবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম নগরীর লাভলেইন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে মিলনায়তনে দৈনিক সংবাদ সারাবেলার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক সংবাদ সারাবেলা চট্টগ্রাম ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনে সংবাদ সারাবেলার চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশ নেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব মোস্তফিজুর রহমান
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, চট্টগ্রাম নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার লিয়াকত আলী খান
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম মনজুর উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে সদস্য ও জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, সিএমইউজে সদস্য সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল,
সাংবাদিক ইমরান এমি, দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জাহাঙ্গীর আলম, মিনহাজুল ইসলাম, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক
আবুল কালাম আবু চেয়ারম্যান, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান
দক্ষিণ জেলা বিএনপির নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মহানগর বিএনপির সাবেক সহসম্পাদক হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক দিদার হোসেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোকতাদের আজাদ খান, সাংবাদিক কামাল উদ্দিন, নজরুল ইসলাম, মাসুদুল আলম সাগর, তৈয়ব চৌধুরী
ইসমাইল ইমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন
সহ-প্রচার সম্পাদক জাকারিয়া চৌধুরী জকু, যুবদল নেতা হান্নান রহিম তালুকদার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরশে আজিম আরিফ, সাবেক সহসাধারণ সম্পাদক মোঃ হানিফ। 
এছাড়াও আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন শাহ, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদ, ইত্তেফাকের আনোয়ারা প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, ফরহাদুল ইসলাম, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সাদেক চৌধুরী,
আনসারী, কৃষকদলের সহ-সভাপতি ইউসুফ সওদাগর, কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিদওয়ানুল হক, বিএনপি নেতা আলমগীর, হেলাল উদ্দিন পীর, হাফেজ মাওলানা ইরফানুল হক, বিশিষ্ট সমাজসেবক এস্কান্দার হোসেন রুবেল।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker