চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী।
আরেকজন পথচারী বলে জানিয়েছে পুলিশ।
তবে কোথায়, কিভাবে তারা মারা গেছেন, তা আমরা জানি না। তবে পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।’ নিহত দুজনের মৃতদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা আছে। সেখানে পুলিশ যাচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।