ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে মিরসরাই উপজেলার ক্রীড়াপ্রেমীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী’।
জাঁকজমকপূর্ণ আয়োজনে দুই দিনব্যাপী এই খেলায় ফাইনালে প্রতিদন্ধিতা করেন দুই চীর প্রতিদন্ধিদল কর্ণফুলী ফুটবল একাদশ বনাম যমুনা ফুটবল একাদশ। এতে কর্ণফুলী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করেন যমুনা ফুটবল একাদশ। হাজারো অধিক দর্শকের উপস্থিতিতে উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।