বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সড়ক শেখ হাসিনা স্বরণীতে দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর দেড়টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের কচ্চপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
আহতরা হলেন, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের মো: ওয়াসিম এর ছেলে মো: আরিয়ান হোসেন (২), একই এলাকার আলমগীর হোসেন ছেলে, মোহাম্মদ আল আমিন (৪) ও মোহাম্মদ সুমন (১৮)। তাদের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।