চট্টগ্রাম

সিএমপির পাঁচলাইশ মডেল থানার অভিযানে মাদক মামলার ৫ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

রবিবার ০৯/০৬/২৪ খ্রি: তারিখ সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মো: আরিফ হোসেন এবং পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সন্তোষ কুমার চাকমা পিপিএম (বার)-দ্বয়ের নেতৃত্বে পাঁচলাইশ থানার এএসআই সোহেল আহমেদ, এএসআই তোজাম্মল হোসেন ও এএসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা- ৪৩৭৯/১৫, জিআর- ২০৪/১৫, পাঁচলাইশ মডেল থানার মামলা নং- ১৫(৭)১৫, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ) সংক্রান্তে *০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড, নগদ ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো: জয়নাল আবেদীনকে গ্রেফতার করেন। 

গত ১৫/০৭/১৫ খ্রি: তারিখ পাঁচলাইশ মডেল থানার তৎকালীন এসআই মো: মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি করাকালে মুরাদপুর মক্কা হোটেলের সামনে থেকে আসামি মো: জয়নাল আবেদীনকে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতঃ উপরোক্ত মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল আলম গত ২১/০৮/১৫ খ্রি: আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালত, চট্টগ্রাম আসামিকে দোষী সাব্যস্ত করে গত ০৩/০১/২৪ খ্রি: তারিখ উপরে উল্লেখিত সাজা প্রদান করতঃ আসামি পলাতক থাকায় সাজা ওয়ারেন্ট ইস্যু করেন।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

দ্বারা
মো: আবদুর রহিম, চট্টগ্রাম প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker