চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২৩/২৪ এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট- ২০২৩/২৪। রবিবার ০৯ জুন ২০২৪খ্রি: টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মান্যবর ডিআইজি।

চট্টগ্রাম রেঞ্জের এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘ক’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম, ফেনী ও চাঁদপুর জেলা পুলিশ, ‘খ’ গ্রুপে বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলা পুলিশ, ‘গ’ গ্রুপে আছে খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা পুলিশ এবং ‘ঘ’ গ্রুপে আরআরএফ চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা পুলিশ দল।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম জেলা পুলিশ ২-০ গোলে ফেনী জেলা পুলিশ দলকে পরাজিত করে। সম্মানিত অতিথিবৃন্দসহ বিপুল ক্রীড়ামোদী দর্শক আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেন।

এ সময় অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মো: মাহফুজুর রহমান, আরআরএফ চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব শাহজাদা মো: আসাদুজ্জামানসহ, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব সফিজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

দ্বারা
মো: আবদুর রহিম সোহেল, চট্টগ্রাম প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker