বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট- ২০২৩/২৪। রবিবার ০৯ জুন ২০২৪খ্রি: টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মান্যবর ডিআইজি।
চট্টগ্রাম রেঞ্জের এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘ক’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম, ফেনী ও চাঁদপুর জেলা পুলিশ, ‘খ’ গ্রুপে বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলা পুলিশ, ‘গ’ গ্রুপে আছে খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা পুলিশ এবং ‘ঘ’ গ্রুপে আরআরএফ চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা পুলিশ দল।
উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম জেলা পুলিশ ২-০ গোলে ফেনী জেলা পুলিশ দলকে পরাজিত করে। সম্মানিত অতিথিবৃন্দসহ বিপুল ক্রীড়ামোদী দর্শক আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মো: মাহফুজুর রহমান, আরআরএফ চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব শাহজাদা মো: আসাদুজ্জামানসহ, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব সফিজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।