চট্টগ্রাম

২০২৪-২৫ অর্থবছরে বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

২০২৪-২৫ অর্থবছরকে সামনে রেখে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট পেশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী অর্থবছরের মোট ১৫টি খাতে প্রস্তাবিত বাজেটের আকার ৭লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৩তম, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম বাজেট। 

৭ ই জুন রবিবার চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাজেটকে স্বাগত জানিয়ে কলেজ ক্যাম্পাস হতে এক আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম বলেন, “এই বাজেট কর্মসংস্থান সৃষ্টি, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনের বাজেট। বিগতের বছরের বাজেটগুলোর মাধ্যমে দেশ অপ্রতিরোধ্য ভাবে এগিয়ে যাচ্ছে। বাস্তবায়ন হয়েছে অনেক বড় বড় মেগা প্রকল্প। প্রতিষ্ঠিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। এর মাধ্যমে বিশ্ব দরবারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সর্বদা দেশরত্ন শেখ হাসিনার পাশে আছি।” 

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান সাইমুন, হাসমাত খান আতিফ, রাকিবুল ইসলাম সাইক, মামুনুর রশীদ নিরব, আজহার উদ্দিন সাকের, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন, মুনির উদ্দীন রিহান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, রাশেদুর রহমান,।

এই বিষয়ে কলেজ ছাত্রলীগের আরেক সাবেক সহ-সভাপতি মুনির উদ্দীন বলেন, “২০২৪-২৫ অর্থবছরের বাজেট গণমুখি ও শিক্ষাবান্ধান বাজেট, এই বাজেটের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাৰ্ট বাংলাদেশ বিনির্মানে এই বাজেট অপরিহার্য।” 

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত উক্ত আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহিউদ্দীন বাপ্পী, মাসুদ রানা, সালাউদ্দিন পাঠোয়ারী, মোঃ গিয়াস উদ্দিন সাজিদ, কাজী আব্দুল মালেক রুমি, কায়েস মাহমুদ, মোস্তফা আসেফ, দেলোয়ার হোসেন দুলাল, সাইফুর রহমান হানিফ, মোস্তফা আমান, ইয়াসির আরাফাত রিকু, রবিউল হোসেন মুন্না, ফোরকান উদ্দীন,ইমাম হোসেন, আব্দুর রাজ্জাক, ইমতিয়াজ বাবর, তারেক রহমান, আকবর খান, হোসাইন চৌধুরী, গোবিন্দ দত্ত, সায়েদ হোসেন রিফাত, বিশাল হাজারী, ইমাম হোসেন, ওপেল, শাহজাদা শাহরিয়ার সাকিব, মোস্তফা সাদিক রিজভী, ইমরুল হায়দার, হাজ্জাজ, ফয়সাল,মেহরাজ পাভেল, ইরফানুল আলম, রিয়াজ, জাহেদ অভি, সম্রাট, ইফতি সিকদার, আব্দুল হাকিম, সিরাজুল মুনির, মোস্তফাসহ প্রমুখ।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker