চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন ১৩ ঘণ্টারও বেশি সময় পরেও কেন নিয়ন্ত্রণে আনা যায়নি, তার কারণ জানালেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন।
ঘটনাস্থলে রোববার (৫ জুন) সকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে মো: মাইন উদ্দিন এই তথ্য জানান।
ব্রিগেডিয়ার মাইন বলেন, কন্টেইনারের ভেতরে বিপুল পরিমাণ কেমিক্যাল রয়েছে। কিন্তু কোন কনটেইনারে কি কেমিক্যাল আছে সেটা আমাদের জানা নাই। একেকে কেমিকেলের ধরন একেক রকম। এজন্য আমাদের আগুন নেভাতে বেশ সময় লাগছে।
তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষায়িত দল ডাকা হয়েছে যারা কেমিকেলের আগুন নেভাতে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত।
এখন পর্যন্ত আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ জন কর্মী নিহত হয়েছেন এবং ২১ জন কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি
আহত ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ১৫ জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।