চট্টগ্রামের সন্দ্বীপে ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে গেছে। এতে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বেলা ১০টার দিকে স্পিডবোটটি সন্দ্বীপ ঘাটের আধা কিলোমিটার দূরে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, আমি নৌঘাটে আছি। এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে শুনছি। বেশিরভাগ যাত্রী উদ্ধার হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যাটা জানাতে আরেকটু সময় লাগবে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ওই নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।
কুমিরা ঘাট নৌ পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে বোটটি সন্দ্বীপের উদ্দেশে কুমিরা ঘাট ছেড়ে যায়। পরে সন্দ্বীপ ঘাটের আধা কিলোমিটার দূরে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ আছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে তা এখনো জানি না।
চট্টগ্রামের কুমিরা নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ বলেন, গুপ্তাছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে কেউ নিখোঁজ আছে কিনা তার খোঁজ নিচ্ছি।